
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ করেছেন ছাত্রলীগের ঢাকা আইন জেলা শাখার সাধারণ সম্পাদক এম সাচ্চু আহমদ। আজ রবিবার (১৫ মে) রাজধানীর শাহবাগ থানায় এ অভিযোগ দায়ের করেন সাচ্চু।
থানায় অভিযোগের বিষয়ে
নুরুল হক নুর বলেন, গতকাল শনিবার রাতে শাহবাগ থানাধীন নিজের বাসায় বসে তিনি দেখতে পান যে নুরুল হকের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে। এটি রাষ্ট্রের জন্য চরম মানহানিকর। ওই পোস্টের
লিংকটিও অভিযোগে উল্লেখ করেন তিনি।
ফেসবুকে আমার নিয়ন্ত্রণাধীন যে পেজ তাতে ১৩ লাখ ফলোয়ার। যে পেজ থেকে পোস্ট দিয়েছে সেখানে দেড় লাখ ফলোয়ার। এটি আমার নয়। আমি আমার ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছি। এ পেজটি যারা চালায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর
প্রতি আমার আহ্বান থাকবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার গণমাধ্যমকে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply